নিজেদের সর্বাধুনিক ও ‘সবচেয়ে শক্তিশালী’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বিদেশি অতিথিদের সামনে প্রদর্শিত বিশাল সামরিক কুচকাওয়াজ পর্যবেক্ষণের সময় ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন।
তিনি আরও সতর্ক করে বলেন, “শত্রুদের... তাদের নিরাপত্তা পরিবেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে চিন্তিত থাকা উচিত।” যদিও “বিশেষ অস্ত্র” বলতে তিনি ঠিক কী বোঝাচ্ছেন, তা খোলাসা করেননি।
উত্তর কোরিয়া ও মিয়ানমারের সঙ্গে যুক্ত অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই সরকারি কোম্পানি এবং ৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।